চাকরির খবর

DLS Job Circular 2024 -প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Department of Livestock Services DLS Job Circular 2024) কর্তৃপক্ষ হতে ১৭ এপ্রিল ২০২৪ ইং প্রকাশ হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর মোট ৬৩৮ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ১৩টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।

অনলাইনে http://job.dls.gov.bd/ ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।

অনলাইনে আবেদন চলবে ১৮ এপ্রিল ২০২৪ ইং সকাল ০৯ ঘটিকা থেকে ও শেষ হবে ১৯ মে ২০২৪ ইং রাত ১২:০০ ঘটিকায়।

আসুন দেখে নেই উক্ত আবেদন সম্পর্কে বিস্তারিত

সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ, ও সময়
প্রকাশের দিন: ১৭ এপ্রিল ২০২৪ ইং।

আবেদন করার শুরুর দিন: ১৮ এপ্রিল ২০২৪ ইং।

আবেদন করার শেষ দিন: ১৯ মে ২০২৪ ইং।

সার্কুলারে মোট শূন্য পদ

প্রাণিসম্পদ অধিদপ্তর মোট ১৩টি জব ক্যাটাগরি পদে ৬৩৮ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
শর্ত সাপেক্ষে ০৯টি জব ক্যাটাগরিতে ৬৩৮ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর আহবান করেছে।

উক্ত সার্কুলার আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ ২০২৪ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে ও ৩০ (ত্রিশ) বৎসরের মধ্যে (কোটা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ১৮ বৎসর ও সর্বোচ্চ ৩২ বৎসর) নারী ও পুরুষ (Female & Male) শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

 

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।

DLS Job Circular 2024

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ ২০২৪ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে http://job.dls.gov.bd/ প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।

 

আপনারা চাইলে সরাসরি বাংলাদেশ প্রাণের সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করেও চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য জানতে পারেন। ভিজিট করতে ক্লিক করুন।http://job.dls.gov.bd/job/details/3.jsp

প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে ২০০/- টাকা চাকরির আবেদন ফি জমা দিতে হবে। কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরির আবেদন সম্পন্ন হবে না।

পানি সম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো খুঁটিনাটি তথ্য

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

  • নিয়োগকর্তার/সংস্থার নাম প্রাণিসম্পদ অধিদপ্তর।
  • নিয়োগকর্তার/সংস্থার ধরন সরকারিচাকরির ধরন কি? সরকারি চাকরি।চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job)জব ক্যাটাগরি ১৩টি।
  • মোট লোক সংখ্যা ৬৩৮ জন।শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।লিঙ্গ নারী ও পুরুষ।
  • অভিজ্ঞতার কতটুকু লাগবে?
  • নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
  • বয়স সীমা কতটুকু ১৯ মে ২০২৪ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বৎসর লাগবে, ও কোটা প্রার্থীর বয়স লাগবে ১৮ থেকে ৩২ বৎসর।
  • বেতন গ্রেড ৯,৩০০/- থেকে ২২,৪৯০/- টাকাআবেদন করার পদ্ধতি/ধরন অনলাইনে http://job.dls.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে
  • আবেদন ফি কত লাগবে? ২০০/- টাকা।
  • ফি জমা দেওয়ার পদ্ধতি মোবাইল ব্যাংকিং।
  • প্রকাশের তারিখ ১৭ এপ্রিল ২০২৪ ইং।
  • আবেদন শুরুর দিন ১৮ এপ্রিল ২০২৪ ইং সকাল ০৯:০০ ঘটিকা।
  • আবেদনের শেষ দিন ১৯ মে ২০২৪ ইং রাত ১২:০০ ঘটিকা।
  • কর্তৃপক্ষের ওয়েবসাইট https://dls.gov.bd
  • প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল ইমেজ/PDF
  • প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।

উক্ত আবেদন করার সময় যদি কোন ধরনের সমস্যায় পড়েন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও বাংলাদেশের যে কোন চাকরির বিজ্ঞপ্তি ও বিভিন্ন বিষয়ে ব্লগ জানার জানতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া কত ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *