জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স রিলিজ স্লিপ আবেদন ২০২৪ ( জাতীয় বিশ্ববিদ্যালয় )

অনার্সে আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের নিচের দেওয়া সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন|আবেদন সঠিকভাবে না করলে আপনার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম| আমাদের আর্টিকেলটা সম্পূর্ণ পড়ে সঠিকভাবে আবেদন করলে অনার্সের রিলিজ স্লিপ এর সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি|

আলোচ্য বিষয়

অনার্স রিলিজ স্লিপ আবেদন

রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ‘অ্যাপ্লিকেন্ট লগইন’ (Applicant Login) অপশনে ‘অনার্স লগইন’ (Honours Login) লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক ‘কলেজ সিলেকশন অপশন’ (College Selection Option) এ গিয়ে যে কোনো কলেজ নির্বাচন (Select) করলে ওই কলেজে তার ভর্তি যোগ্য (Eligible) বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবেন।

রিলিজ স্লিপে আবেদন করতে ক্লিক করুন

আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবেন।

আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরমটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এ ফরমটি আবেদনকৃত কলেজে জমা দিতে হবে না ও কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।

কত তারিখ থেকে অনার্স প্রথম রিলিজ স্লিপ আবেদন শুরু হবে

২৪ এপ্রিল থেকে ২০২৪ সালের অনার্স রিলিজ স্লিপ আবেদন শুরু হবে| আবেদন করতে চাইলে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করুন| প্রথম রিলিজ লেপের কিছুদিন পর দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশ করা হবে|

অনার্স ১ম রিলিজ স্লিপের ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে। রিলিজ স্লিপে আবেদন শেষ হওয়ার ১ সপ্তাহের মধ্যে প্রথম রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ হবে।রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।

রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে

  • যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না
  • যারা ভর্তি বাতিল করবে
  • মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, সে সকল আবেদনকারী বিষয়ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।
  • কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

FAQ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ কি

ভর্তি কার্যক্রমে যারা মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও
ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে তাদের অনার্স ভর্তির শেষ সুযোগের নাম রিলিজ স্লিপ।

 রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে

যারা অনার্স ভর্তির প্রাথমিক আবেদন ফরম কলেজে জমা দিয়েছে তারা আবেদন করতে পারবে।

 রিলিজ স্লিপে কিভাবে আবেদন করব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আপনি নিজে অথবা দোকানে গিয়ে আবেদন করতে পারবেন।

অনার্স রিলিজ স্লিপ আবেদন করতে কি কি লাগে

 অনার্স ভর্তির রোল নম্বর ও পিন নম্বর।

 রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করা যাবে

সর্বোচ্চ ও সর্বনিম্ন ৫ টি কলেজে আলাদাভাবে বিষয় নির্বাচন করতে হবে

 রিলিজ স্লিপে কয়টি সাবজেক্ট চয়েস দিতে পারব

কলেজভিত্তিক যেসব বিষয়ে আসন খালি আছে যোগ্যতা থাকা সাপেক্ষে সকল বিষয় চয়েস দিতে পারবেন

যে কলেজে পূর্বে আবেদন করেছিলাম সে কলেজে আবার আবেদন করা যাবে

আসন খালি থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন

রিলিজ স্লিপে কোন ৫ টি কলেজ নির্বাচন করব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির যেসব সরকারি বেসরকারি কলেজে আসন খালি রয়েছে আপনার পছন্দ মতো সেসব কলেজে আবেদন করতে পারবেন

কোন কলেজে কোন বিষয়ে কতগুলো সিট আসন খালি আছে কিভাবে জানবো

রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কোন কলেজের কয়টা করে আসন খালি আছে জানা যাবে

রিলিজ স্লিপ প্রথমবার আবেদন করতে ভুল হলে তা বাতিল করা যাবে

রিলিজ স্লিপের আবেদন ফরম চূড়ান্তকরণের পরেও কোন প্রার্থী তার আবেদন ফরমে কলেজ বিষয়ের পছন্দক্রম সংশোধন বা পরিবর্তন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন। এই সুযোগ সর্বোচ্চ একবার

 রিলিজ স্লিপের আবেদন ফি দিতে হবে

কোন ফি দিতে হবে না শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে

 রিলিজ স্লিপের আবেদন ফরম কলেজে জমা দিতে হবে

 রিলিজ স্লিপে আবেদন ফরম কলেজে জমা দিতে হবেনা নিজের কাছেই রাখতে হবে

 রিলিজ স্লিপের মাধ্যমে যে বিষয় পাবো তা কি পরিবর্তন করা যাবে 

রিলিজ স্লিপে যে বিষয় পাবেন সে বিষয়েই আপনাকে ভর্তি হতে হবে

 রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে চান্স না পাই তাহলে কি করব

১ম রিলিজ স্লিপে ভর্তি হতে না পারলে ২য় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন

 রিলিজ স্লিপের ফলাফল কখন প্রকাশিত হয়?

অনলাইনে আবেদন শেষ হওয়ার ৫-৭ দিনের মধ্যে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হবে

ভেবে দেখুন,

প্রিয় শিক্ষার্থী, আপনার পয়েন্ট যদি ৮ এর নিচে থাকে তাহলে অবশ্যই উপজেলা ভিত্তিক সরকারি অথবা বেসরকারি কলেজে আবেদন করুন| সর্বপরি মনে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো কলেজে পড়ার থেকে ভালো সাবজেক্টে পড়া অনেক বেশি ভালো| তাই অনার্সে একটি সাবজেক্ট নিয়ে যেকোন কলেজে ভর্তি হতে পারলে সব থেকে বেশি ভালো হয়|

আপনি কত পয়েন্ট নিয়ে আবেদন করতে চাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান| আমরা আপনাদেরকে সেই অনুযায়ী একটি সাজেশন দিব কোন কলেজে আবেদন করলে আপনি সহজে সিট পেতে পারেন|

সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন http://admission.nu.edu.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *